Sad Quotes in Bengali. You can read here 100+ Sad Quotes in Bengali. Here’s the thing about love: it’s hard to put into words, no matter how deeply you feel it for your partner.
Luckily for you, we found 100+ of the best, most inspiring Sad Quotes in Bengali and sayings to make finding different, new and creative ways to say “I love you” — so you can let him or her know how you truly — feel a whole lot easier.
Feeling love brings up all kinds of additional emotions that run the gamut from agony to ecstasy.
Contents
- 1 Sad Quotes in Bengali
- 2 Sad Love Quotes in Bengali
- 3 Sad Quotes of love in Bengali
- 4 Sad Quotes in Bengali about Love
- 5 Sad Quotes on life in Bengali
- 6 Bengali Sad Quotes FAQ
- 7 What is the Bengali sad quotes in English ?
- 8 What is the Sad Quotes in Bengali for a Girlfriend?
- 9 What is the Romantic Sad Quotes in Bengali?
- 10 What is the Beautiful Bengali Sad Quotes?
- 11 What is the Cute Romantic Quotes in Bengali Font for your Sad?
- 12 What is the Quotes on Bengali Girl?
- 13 What is the Bengali sad Quotes by Rabindranath Tagore?
- 14 What is the Bengali Sad Quotes Picture?
Sad Quotes in Bengali
“দুঃখের মাঝেও একটা সুখের অনুভূতি থাকে, তা হয়তোবা সুখে থেকে কেউ কল্পনাও করতে পারবেনা। কারণ মানুষ দুঃখে থেকে সুখকে উপলদ্ধি করতে পারলেও সুখে থেকে কিন্তু কেউ দূঃখকে সেভাবে উপলদ্ধি করতে পারেনা। আর মানুষ যখন কষ্টের মাঝে সুখকে কল্পনা করে তখন তার মনে যে অনুভূতির সৃষ্টি হয় তা কখনও কখনও সুখের চেয়েও
_রেদোয়ান মাসুদ
“হয়তোবা মাঝে মাঝে কিছু ভুল করে বসি
তাই বলে এই নয় যে আমি পচে গেছি
আমি যেমন ছিলাম তেমনি আছি
শুধু সময়ের সাথে বদলে গেছ তুমি”।
_ রেদোয়ান মাসুদ
“পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলোঃ
মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌছায়
আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়”।
_ রেদোয়ান মাসুদ
100 best bengali shayari || romantic bangla shayari sms
“কষ্ট কখনও কাউকে কষ্ট দেয় না সুখ ই মানুষকে কষ্ট দেয়। তাই সুখের পিছনে ঘুরে সময় নষ্ট করা মানে দুঃখকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছু নয়”।
_ রেদোয়ান মাসুদ Sad Quotes in Bengali
“পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো এক তরফা ভালবাসা। আর তারচেয়ে বড় কষ্ট হলো আপনি তাকে ভালবাসতেন সে জানত, এখনও ভালবাসেন কিন্তু সে জানে না”।
_রেদোয়ান মাসুদ
“কাউকে মন থেকে ভালবাসলে আপনিও তার কাছ থেকে আপনার মত ভালবাসা আশা করবেন, আর এটাই স্বাভাবিক। কিন্তু এটাও মনে রাখতে হবে আপনি তার কাছ থেকে আপনার মত গভীর ভালবাসা নাও পেতে পারেন। কারণ আপনার কাছে সে “প্রিয় মানুষটি” হলেও তার কাছে আপনি প্রিয় মানুষ নাও হতে পারেন। তাই আপনি তাকে যত কাছে পেতে চাইবেন তার কাছে থেকে কষ্টের পরিমাণটাও মনে হয় তত বেশি ই পাবেন”।
_ রেদোয়ান মাসুদ Sad Quotes in Bengali

“যে ভালবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে
আর সেই কথা মনে করে দু’জনেই কাদে,
সে ভালবাসা হচ্ছে প্রকৃত ভালবাসা”।
_রেদোয়ান মাসুদ
“আকাশে মেঘ জমলেও আবার তা সরে যায়,
এ দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে
যাদের আকাশ সবসময় মেঘে ঢাকাই থাকে
গহীন অরণ্যে যেমন সূর্যের আলো পৌছা কঠিন,
তাদের জীবনটা ঠিক এরকমই কঠিন
সারা জীবন অন্ধকারাচ্ছন্নই থাকে “।
_ রেদোয়ান মাসুদ
কাউকে যদি বেশি মায়া কর, তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে।
__ রেদোয়ান মাসুদ Sad Quotes in Bengali
“ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে,
আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন”।
_ রেদোয়ান মাসুদ
“স্বপ্ন শুধু হাসায় না কাদায়ও”।
_ রেদোয়ান মাসুদ
সব কিছুকেই একটা নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়,
কিন্তু কষ্টকে কোন নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না।
কারন কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়।
_ রেদোয়ান মাসুদ
“তার জন্য কাঁদ যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারো জন্য কেদোনা যে তোমার চোখের জল দেখে উপহাস করে”।
_ রেদোয়ান মাসুদ
“ভুলে যাওয়া হচ্ছে মানুষের স্বভাব, আপনার কাছে বিষয়টা অস্বাভাবিক মনে হলেও কিন্তু যে ভুলে গেছে তার কাছে সেটা স্বাভাবিক। তাই এটা নিয়ে আফসোস করে দুঃখ বাড়ানো বোকামি ছাড়া আর কিছু নয়”।
__ রেদোয়ান মাসুদ
“অপমানিত জীবন অভিশপ্ত জীবনের চেয়ে ভয়াবহ,
কারন অভিশাপ নিজের কর্মের ফল,
আর অপমান সবসময় নিজের কর্মের জন্য হতে হয় না,
যা শুধু গোপনে সয়ে যেতে হয় প্রতিবাদ করা যায় না”।
_ রেদোয়ান মাসুদ Sad Quotes in Bengali
“প্রতিটা মানুষই তার ভেঙ্গে যাওয়া সম্পর্ককে ভুলে যেতে চায় কিন্তু পারে না। কারণ যখন কেউ কাউকে ভালবেসে ফেলে তখন তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পরও সেটি প্রাকৃতিকভাবে চলতে থাকে। তাই ইচ্ছা সত্ত্বেও মানুষ সেখান থেকে ফিরে আসতে পারে না”।
_ রেদোয়ান মাসুদ
“কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভাল। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়”।
_ রেদোয়ান মাসুদ
100 Best Bengali jokes – এই বছরে সেরা বাংলা জোকস গুলি পড়ুন
“দূরে থেকে কাউকে মিস করার চেয়ে বড় কষ্ট ২য় টি মনে হয় দুনিয়াতে নেই”।
_ রেদোয়ান মাসুদ
“প্রেম হলো মরণব্যাধির চেয়েও ভয়ানক রোগ। কারণ মরণব্যাধি মানুষকে একবারে শেষ করে দেয়। আর প্রেম রোগ অনেককে সারা জীবন তিলে তিলে ক্ষয় করে মারে”।
_ রেদোয়ান মাসুদ
“যে হাত দিয়ে কাউকে তুমি ফিরিয়ে দিলে, কিন্তু মনে রাখতে হবে সে হাত যেন আবার কোন দিন কারো কাছে পাততে না হয়”।
_ রেদোয়ান মাসুদ
Sad Love Quotes in Bengali
Sad Love Quotes in Bengali. You can read here 50+ Sad Love Quotes in Bengali. Here’s the thing about love: it’s hard to put into words, no matter how deeply you feel it for your partner. Sad Quotes in Bengali
স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে।
–Theodore Zeldin
জীবনকে ভালবাসুন। ভালবাসতে ভালবাসুন। ভালবাসায় কিছু উন্মাদনা থাকবেই। কিন্তু সব উন্মাদনায়ই কিছু আন্তরিকতা মিশে থাকে।
–Petrach
দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়।
–Anonymous
কখনো হাল ছেড়ে দিও না! এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারাজীবনের জন্য।
–Muhammad Ali
সম্ভাবনা আর বিপদ হাতে হাত রেখে চলে। তাই বলে সম্ভাবনার দ্বার না খুললে কি চলবে?
–Anonymous
প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো।
–Chico Xavier Sad Quotes in Bengali
কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে।
–Rumi
জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয়না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো!
–Roy T. Bennett
জীবন মানে নিরন্তর ছুটে চলা.. পদে পদে বাধা-বিপত্তি, প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষতবিক্ষত হওয়া, সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া.. সংগ্রাম এবং সাফল্য – এই তো জীবন!
–Roy T. Bennett
জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়েছুড়ে হারিয়ে যেতে হয়!
–Erol Ozan Sad Quotes in Bengali
সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!
–Pele

ভয় পাওয়ায় দোষের কিছু নেই। কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না, তোমাকে উঠে দাঁড়াতে হবে, ফাইট দিতে হবে, হেরে গেলে আবার নতুন উদ্যমে সব শুরু করার উদ্যম থাকতে হবে।
–Anonymous
অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায়।
–William Arthur Ward
অভিজ্ঞতা- এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না। তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন, কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো বিষয়টি তুমি সত্যিকার উপলব্ধি করতে পারবে না।
–Anonymous Sad Quotes in Bengali
লক্ষ্যের পেছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয়- তাতে দুঃখের কিছু নেই। এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে তুমি হয়ে উঠেছ আরো শক্তিশালী, আরো অভিজ্ঞ, আরো দক্ষ- এটাই তো সত্যিকারের বিজয়!
–Anonymous
তুমি ভুল করছো এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে- তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ।
–Anonymous Sad Quotes in Bengali
জীবনে আমি হাজার হাজার ভুল করেছি, হাজারবার হোঁচট খেয়েছি- এবং সেটি নিয়ে আমি গর্বিত! প্রত্যেকটি ভুল, প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরো শক্তিশালী, আরো পরিণত করে।
–Drew Barrymore
100 Best Bengali Quotes – Bengali Quotes of famous people
প্রত্যেকটি জিনিসেরই একদম নিজস্ব একটি সৌন্দর্য আছে। তুমি কি সেটি অনুভব করতে জানো?
–Confucius
এই ঝলমলে রোদ যতদিন হাসবে, এই পাখির কলকাকলি, এই গাছের পাতায় হাওয়ার দোলায় ঝিরঝির শব্দ যতদিন আমি শুনবো, ভোরের খোলা হাওয়ায় বুকভরে শ্বাস নিতে পারবো- কি করে আমি জীবনকে ভালবেসে না থাকতে পারি?
–Anne Frank
আমরা অনেকসময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া, একটা প্রাঞ্জল হাসি, কিছু সুন্দর কথা, সুন্দর ব্যবহারের কী অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার!
–Anonymous
Sad Quotes of love in Bengali
Sad Quotes of Love in Bengali. You can read here 50+ Sad Quotes of Love in Bengali. Here’s the thing about love: it’s hard to put into words, no matter how deeply you feel it for your partner. Sad Quotes in Bengali
খুব শিগগির অসম্ভব চমৎকার একটা কিছু ঘটতে চলেছে তোমার জীবনে, তুমি কি সেটি অনুভব করতে পারো?
–Anonymous
তুমি যখন সবাইকে ভালবাসতে শিখবে, সবার কল্যাণে কাজ করে যাবে- জীবনের প্রান্তিলগ্নে গিয়ে দেখবে মানুষের ভালবাসায় তুমি একদম আকণ্ঠ ডুবে আছো! বিশ্বাস করো এরচেয়ে পরিতৃপ্তি জীবনে আর কিছুতে হতে পারে না!
–Anonymous Sad Quotes in Bengali
জীবনটা উপভোগ করতে হয় প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি ছোট্ট ছোট্ট স্মৃতি আনন্দে উপলক্ষ্যে। যত বেশি হাসবে, যত কম অভিযোগ করবে, জীবনটা ততোই ভরে উঠবে সুখে, পরিতৃপ্তিতে।
–Anonymous
পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়- ভালবাসা, দয়া, আন্তরিকতা।
–Helen Keller
বাঁচার মতো বাঁচতে জানলে জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটি অভিযান, আর একদম ঝুঁকিহীন জীবন সে তো মুরগির খোঁয়াড়ে ধুঁকে ধুঁকে টিকে থাকা।
–Anonymous
যার নেশা আর পেশা মিলে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে?
–Anonymous
তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে- তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য।
–Anonymous

“কী বলা হচ্ছে”, সেটি হৃদয়ে ধারণ করো, “কে বলছে” সেটি বিবেচ্য নয়। পথের ভিখারীও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে।
–Anonymous
ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা- কেন হয়েছে কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না। তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতে হবে, কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত বানাবে না, অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার। জিততে তোমাকে হবেই!
–Anonymous
বিশাল মহাজগতে ক্ষুদ্র বালুকণার চেয়ে ছোট্ট এ পৃথিবী, তার মাঝে ক্ষণিকের এ জীবন- জগতের বুকে একটি আঁচড় না কেটেই হারিয়ে যাবে অতলে?
–Anonymous
দাম্ভিক হওয়া সহজ, বিনয়ী হতে হলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শক্তিমত্তার।
–Anonymous Sad Quotes in Bengali
পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটি হচ্ছে যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে!
–Anonymous
Top 50 Best Bengali Good Morning | Bangla Good Morning Sms
পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো- তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে যেমন মনোভাব পোষণ করবে ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে।
–Anonymous Sad Quotes in Bengali
ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া।
–Anonymous
ঘুমিয়েই কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর, ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়ে রয়েছেই।
–হযরত আলী (রাঃ)
তোমার মেধার ঘাটতি থাকতে পারে, কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না- পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায়, আমিই তার উদাহরণ!
–Derek Jeter
তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার, তুমি কী হবে কী করবে সে ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারে কিন্তু তাদের ইচ্ছা তোমার উপর চাপিয়ে দেওয়ার কোন অধিকার নেই কারো। কাউকে সেই সুযোগ দিতে নেই কখনো।
–Anonymous
জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন, তুমি সেটি কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটি চেষ্টা করে দেখছো।
–Anonymous Sad Quotes in Bengali
হতাশা একটি বিলাসিতা। হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষের তৃপ্তিমাখা ক্লান্তি।
–Anonymous
তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস- সেটি হচ্ছে অজুহাত! যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না- সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে!
–Jordan Belfort
Sad Quotes in Bengali about Love
Sad Quotes in Bengali about Love. You can read here 50+ Sad Quotes in Bengali about Love. Here’s the thing about love: it’s hard to put into words, no matter how deeply you feel it for your partner. Sad Quotes in Bengali
“ভালবাসার আনন্দ হাসির মাধ্যমে বাতাসে মিশে যায়, ইচ্ছে করলেই বারবার ফিরে পাওয়া যায় না। আর ভালবাসার বেদনা বুকের মাঝে বরফের মত জমাট বেধে থাকে, হঠাৎ করে মনে পড়লে তা গলে চোখ দিয়ে ঝরে পরে”।
__ রেদোয়ান মাসুদ
“সুখে থাকতে সবাই চায়,
কিন্তু কিছু মানুষের জীবনে
সুখে থাকতে চাওয়াই
দুঃখের কারণ হয়ে দাঁড়ায়”।
_ রেদোয়ান মাসুদ
“যে থাকবেনা তাকে যত ভাবেই আটকে রাখতে চাওনা কেন কোন লাভ হবে না, কারন সে ইতিমধ্যে তোমার প্রতি তার সকল মায়া ত্যাগ করে ফেলেছে। হয়তোবা তোমার চোখের দিকে তাকিয়ে মাঝে মাঝে ভালবাসার অভিনয় করবে, কিন্তু তুমি তাকে এতই ভালবেসে ফেলেছ যে তার সামান্য একটু অভিনয়েই তাকে ফিরে পাওয়ার স্বপ্নে অস্থির হয়ে গেছ। আসলে এ স্বপ্নই তোমাকে আরো বেশি কষ্ট দিবে, যা তুমি কল্পনাও করতে পারবে না”।
_ রেদোয়ান মাসুদ Sad Quotes in Bengali
“কখনও কখনও মানুষ সুখের চেয়ে দূঃখকেই বেশি পছন্দ করে। মানুষ যখন একটানা দীর্ঘ সময় কষ্টে থাকে তখন কষ্টের সাথে অভ্যস্ত হয়ে যায়। আর সে কখনও চায় না সেই কষ্টের স্মৃতিগুলো ভুলে সুখের সঙ্গী হতে। তাই পিছনে ফেলে আসা কষ্টের স্মৃতিগুলোই সবসময় তাকে তাড়া করে বেড়ায়। আর এ কষ্টগুলোই তখন তার কাছে সুখের চেয়ে বড্ড মধুর লাগে”।
__রেদোয়ান মাসুদ
Bengali Sad Story – পড়ে দেখুন কান্না চলে আসবে বলে দিলাম
নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট বোধহয় পৃথিবীতে দ্বিতীয়টি আরা নেই।
__ রেদোয়ান মাসুদ
“কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে
কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে
কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে
তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে,
তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে”।
_ রেদোয়ান মাসুদ Sad Quotes in Bengali
“ভালবাসার আনন্দ হাসির মাধ্যমে বাতাসে মিশে যায়, ইচ্ছে করলেই বারবার ফিরে পাওয়া যায় না। আর ভালবাসার বেদনা বুকের মাঝে বরফের মত জমাট বেধে থাকে, হঠাৎ করে মনে পড়লে তা গলে চোখ দিয়ে ঝরে পরে”।
__ রেদোয়ান মাসুদ
“প্রেম হলো মানুষের মনের অনুভতি
বাস্তবতার সাথে যার কোন মিল নেই,
তারপরও মানুষ প্রেমে পড়ে,
কারন বাস্তবতাকে মানুষ কখনই
সহজে মেনে নিতে পারেনি, পারবেও না”।
_রেদোয়ান মাসুদ
“ভালবাসাকে কখনও আত্মসম্মান ও বংশ মর্যাদা দিয়ে বেধে রাখা যায় না। রাজার ছেলের সাথে প্রজার মেয়ের প্রেম হয় আবার প্রজার ছেলের সাথে রাজার মেয়ের প্রেম হয়। কারন মানুষ যখন কারো প্রেমে পড়ে তখন তাঁর জাত, কুল বিসর্জন দিয়েই প্রেমে পড়ে”।
_ রেদোয়ান মাসুদ
“প্রেম হলো মরণব্যাধির চেয়েও ভয়ানক রোগ। কারণ মরণব্যাধি মানুষকে একবারে শেষ করে দেয়। আর প্রেম রোগ অনেককে সারা জীবন তিলে তিলে ক্ষয় করে মারে”।
_ রেদোয়ান মাসুদ Sad Quotes in Bengali
ধনীরা যে মানুষ হয় না, তার কারণ ওরা কখনো নিজের অন্তরে যায় না। দুঃখ পেলে ওরা ব্যাংকক যায়, আনন্দে ওরা আমেরিকা যায়। কখনো ওরা নিজের অন্তরে যাতে পারে না, কেননা অন্তরে কোনো বিমান যায় না
হুমায়ূন আজাদ
একটি সুখের সংসার ধ্বংস করার জন্য শয়তান যতগুলো অস্ত্র আবিস্কার করেছে তার মধ্যে মারাত্নক অস্ত্র স্ত্রীর ঘ্যানর ঘ্যানর
ডেল ক্যার্নেগি

মেয়েদের চোঁখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের অপরটি ছলনার
পিথাগোরাস
বলির পাঠারা সব সময়েই ধারন করেছে মানুষের অত্যাচার, দুর্নীতি আর কষ্ট করবার হিংস্র প্রবণতাকে মুক্তি দেয়ার রহস্যময় ক্ষমতা
মারিয়াক
দুঃখমুক্ত জীবন যাপনের ইচ্ছা না থাকলে যা ঘটতে যাচ্ছে তাকে ঘটেই গেছে বলে মনে করতে হবে
এপিকটেটাস
বৃক্ষের সার্থকতা যেমন ফল ধারণে সেইরকম নৈতিক গুনাবলীর সার্থকতা শান্তি লাভে। চরম ও পরম শান্তি লাভের পথ হচ্ছে ক্রমাগত সৎ জীবনযাপন করা।
আল ফারাবি
আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়
উইলিয়াম Sad Quotes in Bengali
মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ
হুমায়ূন আহমেদ
যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও অন্যের দুঃখ কষ্টকে উপলদ্ধি করতে পারেনা
রেদোয়ান মাসুদ
পৃথিবীর নিয়ম বড় অদ্ভুদ, যাকে তুমি সবচেয়ে বেশী ভালবাস সেই তোমার দু:খের কারন হবে।
সমরেশ মজুমদার
Sad Quotes on life in Bengali
Sad Quotes of Life in Bengali. You can read here 50+ Sad Quotes of Life in Bengali. Here’s the thing about love: it’s hard to put into words, no matter how deeply you feel it for your partner. Sad Quotes in Bengali
“ভালবাসা হলো দুটি হৃদয়ের সমন্বয়, যেখানে একটি ছাড়া অন্যটি অচল”।
_ রেদোয়ান মাসুদ
নদীতে পড়লে মানুষ বাঁচার জন্য যেমন লজ্জা ভেঙ্গে তার পোশাক পরিচ্ছেদ খূলে ফেলে দেয়। তেমনি ভাবে প্রেমে পড়লে মানুষ সকল লজ্জা শরম ঝেরে ফেলে নিজেকে উজাড় করে দেয়।
_ রেদোয়ান মাসুদ
“প্রতিটা মানুষই তার ভেঙ্গে যাওয়া সম্পর্ককে ভুলে যেতে চায় কিন্তু পারে না। কারণ যখন কেউ কাউকে ভালবেসে ফেলে তখন তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পরও সেটি প্রাকৃতিকভাবে চলতে থাকে। তাই ইচ্ছা সত্ত্বেও মানুষ সেখান থেকে ফিরে আসতে পারে না”।
_ রেদোয়ান মাসুদ
Bengali Love Quotes – ১০০০+ মহান ব্যক্তিদের ভালোবাসার উক্তি
“ভালবাসা কারো জন্য কচু পাতার উপর পড়া পানির মত স্বচ্ছ কিন্তু এক সেকেন্ডেই ঝরে যায়, আবার কারো জন্য কাঁঠালের আঠার মত নরম কিন্তু লেগেই থাকে শত আঘাতের পরও ছেড়ে যায় না”।
_রেদোয়ান মাসুদ Sad Quotes in Bengali
“ভুলে যাওয়া হচ্ছে মানুষের স্বভাব, আপনার কাছে বিষয়টা অস্বাভাবিক মনে হলেও কিন্তু যে ভুলে গেছে তার কাছে সেটা স্বাভাবিক। তাই এটা নিয়ে আফসোস করে দুঃখ বাড়ানো বোকামি ছাড়া আর কিছু নয়”।
__ রেদোয়ান মাসুদ
“ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে,
আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন”।
_ রেদোয়ান মাসুদ
“যে ভালবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে
আর সেই কথা মনে করে দু’জনেই কাদে,
সে ভালবাসা হচ্ছে প্রকৃত ভালবাসা”।
_রেদোয়ান মাসুদ
“প্রেম হল এমন এক জিনিস যার জন্য মানুষ ধর্ম পর্যন্ত ত্যাগ করতে পারে,
আর নারী হলো এমন এক জাতি যার জন্য পুরুষ বাবা মাকেও ত্যাগ করতে পারে”।
_ রেদোয়ান মাসুদ
প্রতিটা মেয়েই তার ভালবাসার মানুষটিকে অন্যের কাছে বড় করে উপস্থাপন করে, এটা তাদের স্বভাব। সেই মানুষটির কোন খারাপ দিক চোখে পড়লেও সহজে বিশ্বাস করতে চায় না, এটা তাদের আস্থা। আর কিছু মেয়ে আছে যাদের বারবার দূরে ঠেলে দিলেও ছেড়ে যেতে চায় না, এটাই হচ্ছে ভালবাসা।
__রেদোয়ান মাসুদ
“পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো এক তরফা ভালবাসা। আর তারচেয়ে বড় কষ্ট হলো আপনি তাকে ভালবাসতেন সে জানত, এখনও ভালবাসেন কিন্তু সে জানে না”।
_রেদোয়ান মাসু
চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে?
কৃষ্ণচন্দ্র মজুমদার
চিরসুখীজন ভ্রমে কি কখন ব্যথিতবেদন বুঝিতে পারে। কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে কভূ আশীবিষে দংশেনি যারে
কৃষ্ণচন্দ্র মজুমদার
যতদিন ভবে, না হবে না হবে, তোমার অবস্থা আমার সম। ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে বুঝে না বুঝিবে, যাতনা মম
কৃষ্ণচন্দ্র মজুমদার
আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়
সুনীল গঙ্গোপাধ্যায় Sad Quotes in Bengali
আমার শৈশবটা কেটে গেছে দুঃখমেশানো আনন্দে-আনন্দে। যতই দিন যাচ্ছে সেই আনন্দের পরিমাণ কমে আসছে। আমি জানি, একসময় আমার সমস্ত পৃথিবী দুঃখময় হয়ে উঠবে। তখন যাত্রা করব অন্য ভুবনে, যেখানে যাবতীয় আনন্দ বেদনার জন্ম
হুমায়ূন আহমেদ
জীবনে দুটি দুঃখ আছে। একটি হল তোমার ইচ্ছা অপুর্ণ থাকা, অন্যটি হল ইচ্ছা পুর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা।
জর্জ বার্নার্ড শ
আমি বৃষ্টিতে হাঁটি যাতে কেউ আমার অশ্রু দেখতে না পারে
চার্লি চ্যাপলিন
পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান। বিজ্ঞানের ভাষায় আনন্দের সংরক্ষণশীলতা। একজন কেউ চরম আনন্দ পেলে, অন্য জনকে চরম দুঃখ পেতে হবে।
হুমায়ূন আহমেদ
গল্প উপন্যাসের নায়ক-নায়িকাদের সুখ-দুঃখে যারা কাতর, তারা সাধারণত নিজেদের সুখ দুঃখের ব্যাপারে উদাসীন হয়।
হুমায়ূন আহমেদ
যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট!
হুমায়ূন আহমেদ
Bengali Sad Quotes FAQ
What is the Bengali sad quotes in English ?
Bengali Sad Quotes. You can read here 1000+ Bengali Sad Quotes in English. Here’s the thing about Sad: it’s hard to put into words, no matter how deeply you feel it for your partner.
What is the Sad Quotes in Bengali for a Girlfriend?
You can read here 1000+ Sad quotes in Bengali for girlfriend. Here’s the thing about Sad: it’s hard to put into words, no matter how deeply you feel it for your partner.
What is the Romantic Sad Quotes in Bengali?
You can read here 1000+ romantic Sad quotes in Bengali. Here’s the thing about Sad: it’s hard to put into words, no matter how deeply you feel it for your partner.
What is the Beautiful Bengali Sad Quotes?
You can read here 1000+ Beautiful Bengali Sad Quotes. Here’s the thing about Sad: it’s hard to put into words, no matter how deeply you feel it for your partner.
What is the Cute Romantic Quotes in Bengali Font for your Sad?
You can read here 1000+ Cute Romantic Quotes in Bengali Font for your Sad. Here’s the thing about Sad: it’s hard to put into words, no matter how deeply you feel it for your partner.
What is the Quotes on Bengali Girl?
You can read here 1000+ quotes on Bengali girl. Here’s the thing about Sad: it’s hard to put into words, no matter how deeply you feel it for your partner.
What is the Bengali sad Quotes by Rabindranath Tagore?
You can read here 100+ Bengali sad quotes by Rabindranath Tagore. Here’s the thing about sad: it’s hard to put into words, no matter how deeply you feel it for your partner.
What is the Bengali Sad Quotes Picture?
You can download here 100+ Bengali SAd quotes picture. Here’s the thing about Sad: it’s hard to put into words, no matter how deeply you feel it for your partner.
Which of these do I Bengali Sad Quotes was your favourite?
Please share with your friends on Facebook, Twitter, and Pinterest. Thanks for reading!