Bengali Shayari, If you love to read Shayari then you are in the right place. Here I’m going to share with you 100 unique Bengali Shayari collection by which you can express your feelings in front of your loved one.
We are having a large collection of Bengali Shayari which you can use for your what’s app, Facebook and another social network status. Also, you can find here all types of mood Shayari in Bengali and English with images. This portal provides you with the best and the latest collection of all Bengali Shayri with images and quotes. This collection of latest Shayari is perfect for anyone who is looking for the latest Shayari.
Contents
- 1 Bengali Shayari
- 2 Bengali Shayari Photo
- 3 Bengali Shayari for Boyfriend
- 4 Bangla Shayari
- 5 New Bangla Sad Shayari
- 6 Bengali Shayari for Girlfriend
- 7 Bengali Shayari Love
- 8 Bengali Shayari Sad
- 9 Bengali Shayari with Picture
- 10 Bengali Shayari FAQ
- 11 What is the Love Shayari in Bengali for Girlfriend?
- 12 What is the Bangla Premer Shayari?
- 13 What is the Bengali Love Shayari Download with Picture?
- 14 What is the Bengali Love Shayari for Gf Bf?
- 15 What is the Bengali Friendship Shayri?
- 16 What is the New Bengali Shayari?
- 17 Final thoughts
Bengali Shayari


তাকেই ভালোবাসো … যে তোমাকে কষ্ট দেয় … তাকে কষ্ট দিও না … যে তোমায় ভালবাসে … হয়ত পৃথিবীর কাছে তুমি কিছুই না … কিন্তু কারো কারো কাছে তুমিই তার পৃথিবী………
মন খোঁজে সারাক্ষণ মনের মত মন, মনের আশা পূরণ করতে তোমায় প্রয়োজন. শূন্য মনে লুকিয়ে আছে অনেক গুলো আশা, তার মধ্যে উননতম তোমার ভালবাসা।
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে — জানুয়ারী মাসে তার হাটু জল থাকে…. পার হয়ে যায় গরু পার হয় গাধা — তোর কথা মনে পড়ে ওরে হারামজাদা…….
সূর্য গেছে মেঘের বাড়ী, ডুবে গেছে বেলা. একটু খবর নিলেনা যে, আমায় ভুলে গেলা…. আকাশের ওই নিরবতার কোনো জুড়ি নাই, মনে রেক আমি তোমায় আজো ভুলি নাই…
তুমি তার জন্য হাঁসো,
যে তোমার জন্য কাঁদে.
তুমি তার জন্য হারো,
যে তোমার জন্য জেতে.
আজীবন তুমি তাকেই ভালোবেসো,
যে তোমাকে তোমার থেকেও বেশি ভালবাসে…..
জীবনের প্রদীপকে ভালবাসার তেল দিয়ে জালিয়ে রাখো.
কারণ সূর্য পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিমে অস্ত যায়.
কিন্তু ভালবাসার উদয় হৃদয়ে হয়….
মৃতুতেই সে অস্ত যায়…….
ভালোবেসে কাছে টেনে,
জল দিলে আঁখি ভরে.
চলে গেছ দুঃক্ষ নাই, আজো তোমায় ভুলি নাই.
কেমন আছ জানতে চাই……
Bengali Shayari Photo
Bengali Shayari Photo, If you love to read Bengali Shayari Photo then you are in the right place. Here I’m going to share with you 100 unique Bengali Shayari collection by which you can express your feelings in front of your loved one.


চোখের কোনে জমে আছে একটু খানি পানি,
মুছে দিতে আসবেনা কেউ এ- কথাও জানি…
অনেক আপন ছিলে তুমি হঠাত হলে পর,
আমার খবর নাইবা নিলে,
তোমার কি খবর ?????
Bengali Shayari
আমি মেঘের মতো চেয়ে থাকি.
চাঁদের মতো হাঁসি.
তারার মতো জলে থাকি, বৃষ্টির মতো কাঁদি.
দূর থেকে বন্ধু তোমার কথা’ই শুধু ভাবি………….
চাঁদের গভীরে আছে রাত-!
রাতের গভীরে আছে ঘুম-!
ঘুমের গভীরে আছে স্বপ্ন-!
স্বপ্নের গভীরে আসো তুমি-!
আর, তোমার গভীরে আছে শুধু শয়তানি
Bengali Shayari for Boyfriend
Bengali Shayari for Boyfriend, If you love to read Bengali Shayari Boyfriend then you are in the right place. Here I’m going to share with you 100 unique Bengali Shayari collection by which you can express your feelings in front of your loved one.


ভালবাসা হলো নীল প্রজাপতী,
যদি শক্ত করে ধরো মরে যাবে,
যদি হালকা করে ধরো উড়ে যাবে.
আর যদি আদর করে ধরো তবে কাছে রবে….
তুমি আমর নদীর মাঝে একটি মাত্র কূল,
তুমি আমার ভালবাসার শিউলি বকুল ফুল…….
বন্ধু অনেক পাওয়া যায় বাড়ালেই হাত,
আমার কাছে তুই যে বন্ধু ..
ওই আকাশের চাঁদ…..!
বন্ধুত্ব হলো,
হাত এবং চোখের মধ্যে সম্পর্কের মতন.
যখন হাতে কোনো আঘাত লাগে,
তখন চোখের অশ্রু ঝরে.
আবার, যখন চোখের অশ্রু ঝরে,
তখন হাত টা মুছে দেয়…..
Bangla Shayari
Bangla Shayari, If you love to read Bangla Shayari then you are in the right place. Here I’m going to share with you 100 unique Bengali Shayari collection by which you can express your feelings in front of your loved one.


আবার যদি রৌদ্র উঠে,
মেঘ কেটে যায় মনের..
আমি তোমার সঙ্গী হবো,
বন ফুলো বনের….
সারা শহর খুঁজে বেড়াই,
তোমার যদি দেখা পাই,
চোখ বুজলেই তোমায় দেখি,
খুললে দেখি তুমি নাই……
রোজ সকালে রোদ পোহাতে,
তোমার বাড়ি যাই.
ধর বন্ধু আমার ঘরে,
শীতের কাঁথা নাই…..
আমি এখন অন্ধকারে মেঘ লেগেছে ছাদে,
তবু আমার বাসরী মন তোমার জন্য কাঁদে…..
লেপ্টে যাওয়া শাড়ির মতো —
অঙ্গে তোমার জড়িয়ে রবো ……..
আবার যদি রৌদ্র উঠে, মেঘ কেটে যায় মনের.. আমি তোমার সঙ্গী হবো, বন ফুলো বনের….
সারা শহর খুঁজে বেড়াই, তোমার যদি দেখা পাই, চোখ বুজলেই তোমায় দেখি, খুললে দেখি তুমি নাই……
রোজ সকালে রোদ পোহাতে, তোমার বাড়ি যাই. ধর বন্ধু আমার ঘরে, শীতের কাঁথা নাই…..
বৃষ্টি ভেজা আমার আকাশ – মনটা তাই উদাস উদাস, মেঘের সাথে মিষ্টি কথন – দুই নয়নে অঝর শ্রাবন, আমি আছি যেমন তেমন – বল তুমি আছ কেমন?
আবার যদি বৃষ্টি নামে — আমিই তোমার প্রথম হবো… লেপ্টে যাওয়া শাড়ির মতো — অঙ্গে তোমার জড়িয়ে রবো ……..
তুমি তার জন্য হাঁসো, যে তোমার জন্য কাঁদে. তুমি তার জন্য হারো, যে তোমার জন্য জেতে. আজীবন তুমি তাকেই ভালোবেসো, যে তোমাকে তোমার থেকেও বেশি ভালবাসে…..
New Bangla Sad Shayari
New Bangla Sad Shayari, If you love to read New Bangla Sad Shayri then you are in the right place. Here I’m going to share with you 100 unique Bengali Shayari collection by which you can express your feelings in front of your loved one.


আজকের এই দিন গুলো কাল সৃতি হয়ে যাবে, মনের খাতায় কোনো পাতায় লেখা হয়ে রবে। কালকে এই পাতা গুলো একটু উল্টে দেখো, আবছা সব সৃতির মাঝে আমায় খুঁজে পাবে…..
চোখের কোনে জমে আছে একটু খানি পানি, মুছে দিতে আসবেনা কেউ এ-কথাও জানি… অনেক আপন ছিলে তুমি হঠাত হলে পর, আমার খবর নাইবা নিলে, তোমার কি খবর ?
হারিয়ে গেছে অনেক কিছু – সকাল থেকে রাত, হারিয়ে গেছে পাশা পাশি আঁকড়ে ধরা হাত. হারিয়ে গেছে প্রথম প্রেমে টুকরো হওয়া মন, চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতোজন।
কিছু স্বপ্ন চিরকাল থেকে যায়, কিছু উত্তর আজো মেলেনা, কিছু কথা আজো মনে পড়ে, কিছু সৃতি চোখে জল আনে, মরেও মরে না কিছু আশা, এরই নাম ভালবাসা…….
মাটির বন্ধু মেঘ. মেঘের বন্ধু বৃষ্টি. বৃষ্টির বন্ধু শ্রাবন. যে বাঁচিয়ে রাখে সৃষ্টি. এই সৃষ্টির মাঝে তুমি – আর তোমার মাঝে আমি…….
রাতে চাঁদ, দিনে আলো. কেন তোমায় লাগে ভালো ? গোলাপ লাল, কোকিল কালো সবার চেয়ে তুমি ভালো. আকাশ নীল, মেঘ সাদা. গোয়াল ঘরে,তুমি …..বাধা.
যতো দুরে যাও না কেন আছি তোমার পাশে, তাকিয়ে দেখো আকাশ পানে ঘুম যদি না আসে। কাছে আমায় পাবে তুমি হাত বাড়াবে যেই, যদি না পাও জানবে সেদিন আমি যে আর নেই…….
আমার স্বপ্ন জলধারায় তুমি, রিমঝিম সুরে ঝরা বৃষ্টি. আমার হৃদয় canvus জুড়ে, তুমি আমারি অপূর্ব সৃষ্টি.
Bengali Love Quotes – ১০০০+ মহান ব্যক্তিদের ভালোবাসার উক্তি
বন্ধুত্ব হলো,
হাত এবং চোখের মধ্যে সম্পর্কের মতন.
যখন হাতে কোনো আঘাত লাগে,
তখন চোখের অশ্রু ঝরে.
আবার, যখন চোখের অশ্রু ঝরে,
তখন হাত টা মুছে দেয়…..
Bengali Shayari for Girlfriend
Bengali Shayari for Girlfriend, If you love to read Bengali Shayari for Girlfriend then you are in the right place. Here I’m going to share with you 100 unique Bengali Shayari collection by which you can express your feelings in front of your loved one.


আবার যদি রৌদ্র উঠে,
মেঘ কেটে যায় মনের..
আমি তোমার সঙ্গী হবো,
বন ফুলো বনের….
সারা শহর খুঁজে বেড়াই,
তোমার যদি দেখা পাই,
চোখ বুজলেই তোমায় দেখি,
খুললে দেখি তুমি নাই……
রোজ সকালে রোদ পোহাতে,
তোমার বাড়ি যাই.
ধর বন্ধু আমার ঘরে,
শীতের কাঁথা নাই…..
আমি এখন অন্ধকারে মেঘ লেগেছে ছাদে,
তবু আমার বাসরী মন তোমার জন্য কাঁদে…..
লেপ্টে যাওয়া শাড়ির মতো —
অঙ্গে তোমার জড়িয়ে রবো ……..
Bengali Shayari Love
Bengali Shayari Love, If you love to read Bengali Shayari Love then you are in the right place. Here I’m going to share with you 100 unique Bengali Shayari collection by which you can express your feelings in front of your loved one.
প্রেম/ভালবাসা হল আপেক্ষিক বিষয় কারও জন্য তা স্বর্গ সুখ বয়ে আনে, আবার কাউকে দুখের সাগরে ভাসিয়ে দেয়
সুন্দর রাত তার চেয়ে সুন্দর তুমি, মনের দরজা খুলে দেখ তোমার অপেক্ষায় দাড়িয়ে আছি আমি। দু’হাত বাড়ালাম আমি তোমার তরে, তুমি কী নিবে আমায় ভালবেসে আপন করে ?
ভালোবাসা মানে নিল প্রজাপ্রতি..
ভালোবাসা মানে রুপালি উজান ।
ভালোবাসা মানে জোছনার গান ।
ভালোবাসা মানে উষ্ণ সুখের বরফ গলা নদী ।
Love Story in Bengali – ১০টি সত্য ভালোবাসার গল্প
বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,
আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,
প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম


প্রেম হলো সরল অংকের মত । সরল অংকে যেমন যোগ, বিয়োগ, গুন, ভাগ ও বন্দনী থাকে, তেমনি প্রেমেও থাকে হাসি-ট্টাটা, মান-অভিমান, বিরহ-বিচ্ছেদ, অনাবিল সুখ আর না পাওয়ার সিমাহীন বেদনা
কেঁদেছি নীরবে,তুই জানবি বলে. হারিয়ে যাইনি,তুই খুঁজবি বলে. কিছু বলিনি,তুই কষ্ট পাবি বলে. শুধু নীরবে মিস করেছি,তোকে ভালবাসি বলে.
হাতটি ধরেছি, ছেঁড়ে দেবার জন্যে নয়…
অনেক ভালবাসায়, অনেক যত্ন নিয়ে ধরেছি তোমার হাত…
কথা দিলাম, আরো শক্ত করে ধরে রাখবো তোমার হাত…!
Bengali Shayari Sad
Bengali Shayari Sad, If you love to read Bengali Shayari Sad then you are in the right place. Here I’m going to share with you 100 unique Bengali Shayari collection by which you can express your feelings in front of your loved one.
“কি অপরাধ ছিলো আমার?খুব বেশি ভালোবেসে ছিলাম,এটাই কি ছিলো অপরাধ?কেনো আমার জীবন টা নিয়ে খেলা করলে ও রকম?পৃথিবীতে নাকি দুইটা জিনিস পাওয়া খুব কষ্ট সাধ্য। ১) মনের মানুষ। ২) মানুষের মন।সত্যি আজ দু চোখের জল দিয়ে সেটা বিশ্বাস করতে হচ্ছে।”
“কাল সারারাত তোমায় ভেবে কেদেঁছি ,তোমায় ছাড়া থাকতে হবে তা মেনে নিয়েছি তুমি সুখে থাকো আমায় ছাড়া এর বেশি চাইনা কিছু আর !!!”
“কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকারচেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভাল।কারণ নিজের কষ্টের জন্যকারো কাছে জবাবদিহি করতে হয় না।কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তারঅভিশাপ মাথায় নিয়ে চলতে হয়।”
“কষ্ট বুকে চেপে একলা থাকি,, কান্নার নোনাজল অধরে মাখি,, লাভ কি বৃথা মনে কষ্ট চেপে,, আয় না ফিরে তুই আমারি বুকে..!!”


“একাকীত্ব তোমাকে জীবনের চরম সেই শিক্ষাটি দিয়ে দেবে .যেটা তোমাকে জীবনের বাকি পথগুলো চলতে সাহায্য করবে .”
“একটা সময় হারিয়ে যায়,অনেক সময়ের মাঝে…. একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে….একটা মন ভেঙ্গে যায় ছোট্ট অপমানে!!….একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে…!!”
“এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,, সেইজলের ফোটা সুধু তোমার কথা বলে.. মনেরকথা বুঝনা তুমি মুখে বলি তাই,, শত আঘাতেরপরেও তোমায় ভালবেসে যাই..!!”
Bengali Sad Story – পড়ে দেখুন কান্না চলে আসবে বলে দিলাম
“আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম,,বৃষ্টিতে ভিজে গেলো …আকাশে লিখলাম,,আকাশ মেঘে ঢেকে গেলো …কিন্তু যখনই হৃদয়ে লিখলাম ,,ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে….!!
Bengali Shayari with Picture
Bengali Shayari with Picture, If you love to read Bengali Shayari with Picture then you are in the right place. Here I’m going to share with you 100 unique Bengali Shayari collection by which you can express your feelings in front of your loved one.
আমি চাইনি তুমি কখনো কষ্ট পাও, আমি চেয়েছি তুমি সুখী হও, তাইতো কোনো অভিযোগ করিনি অকারণে চলে গেছো বলে, আমি চাই আমার ভালবাসার মানুষটি সুখে থাকুক যেইখানেই থাকুক, কারণ ভালোবাসা মানে তো সুখের নীড়, তাই আমার ভালোবাসা আমাকে যতই কষ্ট দিক, আমি চাই তার বিনিময় যেন সেই সুখে থাকে, আর তার সুখই আমার সুখ ।
“আবেগের কাছে আমি স্বাথপর।বিবেকের কাছে আমি পরাজিত।বাস্তবের কাছে আমি সপ্নহীন।জীবনের কাছে আমার সব অভিনয়।আর আমার মাঝে আমি সিমাহীননিঃস্ব একজন।”
“আমায় তুমি কষ্ট দিয়ে যদি সুখি থাকো তাহলে আমি পৃথিবীর সব চেয়ে সুখি মানুষ,আমার কাছ থেকে দুরে থেকে যদি তুমি খুশি হও তাহলে আমি খুশি।কারণ তোমার সুখ এই আমার সুখ।”
“আজ না খুবএকা একা লাগছে চোখের সামনে তুমি তবু যেন তোমাকে ছোয়া যায় না কেন এমন হয় বলোতো!ভালবাসা বুঝি শুধু কষ্ট দিতেই জানে!তোমাকে ছাড়াযে আমার নিশ্বাস নিতেও কষ্ট হয়!”
“আকাশের কষ্ট গুলো মেঘ হয়ে ভাসে_মেঘের কষ্ট গুলো বৃষ্টি হয়ে আসে_পাথরের কষ্ট গুলো ক্ষয়ে ক্ষয়ে পরে_আর মনের কষ্ট গুলো অশ্রু হয়ে ঝরে…!!”
“অনেকটা পথ হেঁটে এসেও হয়নি হাঁটা তোমার পাশে..জানালাটায় মাথা রেখে ঘুমিয়ে পড়ি গল্প শেষে..।তবুও কারো প্রশ্নের জবাবে ঠোঁটের কোণে নিষ্প্রাণ হাসি ঝুলিয়ে বলি,“এই বেশ ভালো আছি…..!”
“Kosto গুলো যদি কাগজ হতো,আগুন দিয়ে পুড়ে ছাই করে দিতাম।কিনতু kosto গুলো হল আগুন,যা আমাকে কাগজের মত পুড়ে ছাই করে দিচ্ছে।”
পৃথিবীর শ্রেষ্ঠ পাগলামি হলো কাউকে ভালোবাসা, কারণ ভালোবাসার আগে আমরা জানি ভালোবাসাই প্রচুর পরিমান কষ্ট আছে, তারপরও আমরা সেই ভালোবাসার পিছে ছুটি, আর জেনে শুনে কষ্টকে আপন করে নিই, আর সেইটা হলো বড় পাগলামি..
জীবনটা হল রেল লাইনের উপর দুজন হাত ধরে হাটার মত একজন হাত ছেড়ে দিলে অন্য জনের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে…!!! যদি আপনি হাত ছেড়ে দেন?? তাহলে আপনি পরাজিত… ! আর যদি অন্যজন হাত ছেড়ে দেয়?? তাহলে আপনার বিশ্বাস পরাজিত…
যখন কেউ ভালবাসার মানুষটার সাথে থাকে তখন সবারই খুব ভাল লাগে। তখন কেউ এটা ভাবেনা যে এই………,,মূহুর্তগুলো একটু পরেই অতীত হয়ে যাবে……আর রয়ে যাবে স্মৃতির পাতায়,,,,,!যতদিন সে সাথে থাকবে এই স্মৃতিগুলো হাসাবে, আর যখন সে থাকবে না তখন এই স্মৃতিগুলোই আবার কাঁদাবে….
Bengali Shayari FAQ
What is the Love Shayari in Bengali for Girlfriend?
If you love to read Shayari then you are in the right place. Here I’m going to share with you 100 unique love Shayari in Bengali for girlfriend collection by which you can express your feelings in front of your loved one.
What is the Bangla Premer Shayari?
If you love to read Shayari then you are in the right place. Here I’m going to share with you 100 unique Bangla Premer Shayari collection by which you can express your feelings in front of your loved one.
What is the Bengali Love Shayari Download with Picture?
If you love to read Shayari then you are in the right place. Here I’m going to share with you 10 unique Bengali love Shayari download with picture collection by which you can express your feelings in front of your loved one.
What is the Bengali Love Shayari for Gf Bf?
If you love to read Shayari then you are in the right place. Here I’m going to share with you 100 unique Bengali Love Shayari for Gf Bf collection by which you can express your feelings in front of your loved one.
What is the Bengali Friendship Shayri?
If you love to read Shayari then you are in the right place. Here I’m going to share with you 100 unique Bengali friendship Shayri collection by which you can express your feelings in front of your loved one.
What is the New Bengali Shayari?
If you love to read Shayari then you are in the right place. Here I’m going to share with you 100 unique New Bengali Shayari collection by which you can express your feelings in front of your loved one.
Final thoughts
The importance of love is to understand that love can be found in force someday. Maybe She loves you too. Just waiting for you to hear some romantic talk so you should tell these love quotes for her soon.
I think it is your responsibility to care for the love that has come into your life. So tell these Bengali Shayari from your mind, she will not deny your love.
<< Which of these do Bengali Shayari was your favourite? >>
Please share with your friends on WhatsApp, Facebook, Twitter, and Pinterest. Thanks for reading!